
চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) ও পিপলস আর্মড পুলিশ ফোর্স চীনজুড়ে ত্রাণ কার্যক্রমে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলে শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন।
চিয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিনপিংয়ের বন্যা প্রতিরোধ ও দুর্যোগ ত্রাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করছে সেনা ও সশস্ত্র পুলিশ সদস্যরা। এ পর্যন্ত তারা ৮ প্রদেশের ১৩টি জেলা ও কাউন্টিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে।
এতে অংশ নিয়েছে ১৯ হাজারেরও বেশি সদস্য, ২ হাজারের বেশি যান ও যন্ত্রপাতি, এবং ৩২ হাজার মিলিশিয়া সদস্য।
রেডিওটুডে নিউজ/আনাম