শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

উপদেষ্টা ফরিদা ভুল কথা বলেছেন: প্রেস সচিব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৫২, ১৪ আগস্ট ২০২৫

Google News
উপদেষ্টা ফরিদা ভুল কথা বলেছেন: প্রেস সচিব

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি সম্পন্ন হওয়ার পর গোপনীয়তার ধারা প্রত্যাহারের অনুরোধ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর খসড়ার গোপনীয়তা নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ভুল মন্তব্য করেছেন বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রেস সচিব এ নিয়ে পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, উপদেষ্টা ফরিদা আখতার ভুল মন্তব্য করেছেন। দ্বিপাক্ষিক চুক্তির খসড়া প্রকাশ না করা একটি স্বীকৃত কূটনৈতিক প্রথা। অন্তর্বর্তী সরকার তার কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুল্ক চুক্তি সম্পূর্ণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষকে ওই গোপনীয়তার ধারা প্রত্যাহারের অনুরোধ করবে সরকার।

গতকাল বুধবার এক মতবিনিময় সভায় ফরিদা আখতার বলেন, ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্টের বিষয়ে আমার মত হলো— একজন নাগরিক হিসেবে এটি আমরা গ্রহণ করতে পারি না। আমি নিজেই অসহায় বোধ করছি এটার জন্য।’

সভায় ফরিদা আখতার আরও বলেছিলেন, ‘একটি ওয়ার্নিং দিয়ে রাখি—এরইমধ্যে আমেরিকানদের সঙ্গে যত কথাবার্তা হয়েছে, তার মধ্যে তারা কৃষিতে জিএমও (জেনেটিক্যালি মোডিফায়েড অর্গানিজম) এনেই ছাড়বে। আমার মন্ত্রণালয় যেহেতু কৃষি মন্ত্রণালয় না, আমি এ বিষয়ে কিছু করতে পারছি না। কিন্তু আমেরিকানদের সঙ্গে যতই কথাবার্তা হচ্ছে, দেখা যাচ্ছে— তাদের জিএমও আনার জন্য কৃষিটাকে ওরা দখলে নিয়ে নেবে এবং কোম্পানিগুলো চলে আসবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের