শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৭, ১৪ আগস্ট ২০২৫

Google News
পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু

নেত্রকোনায় বিএডিসি সেচ বিভাগের পরিত্যক্ত ভবন ভাঙার সময় দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুই জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে জেলা নেত্রকোনা শহরের বিএডিসি সেচ অফিসে ভেতরে পরিত্যক্ত ভবন ভাঙার সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- মো. দিপু মিয়া (৪০), মো. হান্নান মিয়া (৪০), মো. ছালাম মিয়া (৪০)। আহতরা হলেন- হাসান মিয়া (৩৬), সাইকুল মিয়া (৩৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন ধরে পুরাতন ভবনগুলো ভাঙার কাজ চলছিলো। বিকেলে হঠাৎ করে উপরের ছাদ ভেঙে পরে যায়। এতে তিন শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। ফায়ার সার্ভিস বাকি দুই জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।  

নেত্রকোনা ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ৯ জন শ্রমিক একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ করছিলেন। এক পর্যায়ে পুরো ভবন ধসে পড়ে। এতে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়ে। খবর পেয়ে তিন জনকে দেয়াল ধসের নিচ থেকে উদ্ধার করি। দুই জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। 

গলাচিপায় কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগ চরমেগলাচিপায় কাজ ফেলে পালিয়েছেন ঠিকাদার, দুর্ভোগ চরমে
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের