বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

২৯ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

২৯ শ্রাবণ ১৪৩২

Radio Today News

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য `গ্রাজুয়েট প্লাস ভিসা` চালুর উদ্যোগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪১, ১৩ আগস্ট ২০২৫

Google News
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য `গ্রাজুয়েট প্লাস ভিসা` চালুর উদ্যোগ

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য 'গ্রাজুয়েট প্লাস ভিসা' চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে হাজার হাজার শিক্ষার্থী মালয়েশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে উচ্চমানের চাকরিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়। বুধবার কুয়ালালামপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষামন্ত্রী জামব্রি আবদুল কাদিরের সঙ্গে সাক্ষাতের সময় ড. ইউনুস এই প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

আইন, বিচার ও প্রবাসীকল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, মন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং নীতিগতভাবে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই ভিসা চালুর বিষয়ে সম্মত হয়েছেন। তবে এটি কার্যকর হওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

বর্তমানে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। অন্যান্য দেশের শিক্ষার্থীরা সেখানে চাকরির সুযোগ পেলেও, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই ধরনের সুযোগ এখনো ছিল না।

এর আগে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ফাদলিনা বিনতি সিদেকের সঙ্গেও ড. ইউনুসের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ড. ইউনুস শিক্ষা ও শিক্ষক বিনিময় কর্মসূচি সম্প্রসারণের ওপর জোর দেন এবং বাংলাদেশের ডিগ্রিকে মালয়েশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি সংস্থা কর্তৃক আনুষ্ঠানিক স্বীকৃতির বিষয়টি নিয়েও আলোচনা করেন।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিশেষ দূত লুটফে সিদ্দিকি এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের