
পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে বাংলাদেশিদের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (১১ জুলাই)। এ পর্যন্ত ২০০টি ফ্লাইটে মোট ৭৬ হাজার ৭৬৮ জন হাজি দেশে ফিরেছেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে মঙ্গলবার (৮ জুলাই) জানানো হয়, হজ কার্যক্রমে অংশ নিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ৪৪ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী—মক্কায় মারা গেছেন ২৬ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন এবং আরাফায় ১ জন।
গত ৫ জুন অনুষ্ঠিত হয় এবারের হজ। ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। সরকারি ব্যবস্থাপনায় ফিরে এসেছেন ৫ হাজার ৮৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৫ হাজার ৯৯৩ জন হজযাত্রী।
ফিরতি ফ্লাইটের পরিসংখ্যান অনুযায়ী: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ফিরেছেন ৩৪,৮০০ জন, সৌদি এয়ারলাইন্সের ৭৪টি ফ্লাইটে ফিরেছেন ২৬,৬৮৩ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ফিরেছেন ১০,৩৮৮ জন, অন্যান্য এয়ারলাইন্সে ফিরেছেন ৫,৬৮৯ জন হাজি।
এ বছর মোট হজযাত্রীর সংখ্যা ছিল ৮৭,১৫৭ জন। হজ ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল এবং শেষ হয় ৩১ মে। এই সময়ের মধ্যে তিনটি এয়ারলাইন্সের ২২৪টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান।
বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এখনো ১৪ জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসাধীন আছেন। হজ চলাকালে বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েছেন আরও ৩২৫ জন হাজি।
রেডিওটুডে নিউজ/আনাম