ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবেনা: ধর্ম উপদেষ্টা

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

শুক্রবার,

২৮ নভেম্বর ২০২৫,

১৪ অগ্রাহায়ণ ১৪৩২

Radio Today News

ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবেনা: ধর্ম উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৬, ২৮ নভেম্বর ২০২৫

Google News
ধর্ম নিয়ে বেয়াদবি মেনে নেওয়া হবেনা: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যেমন ধর্ম পালনেন অধিকার রয়েছে, একইভাবে কেউ না মানতেও পারে। কিন্তু ধর্ম নিয়ে কোনো ধরনের বেয়াদবি মেনে নেওয়া হবেনা বলে 

তিনি বলেন, "আমরা প্রত্যেকে ধর্ম পালনের অধিকার রাখি। সবারই ধর্মীয় অধিকার রয়েছে। কেউ যদি বলে ধর্ম মানিনা, না মানুক। কিন্তু ধর্ম অবজ্ঞা করা, ভিন্ন ব্যাখা দেওয়া চলবেনা।"

আজ শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় বায়তুল মোকাররম মসজিদে ২৪তম আন্তর্জাতিক  কিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

বিশ্বখ্যাত ক্বারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, ইকরার মহাসচিব সাখাওয়াত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্ম সচিব তানভীর আহমেদ, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওযাসীফ, ঢাকাস্থ ইরানের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ইন্দোনেশিয়ান হাইকমিশনে মিনিস্টার কাউন্সিলর আহমেদ সাইফুদ্দিন আযহারী, বাংলাদেশে নিযুক্ত ব্রনাই হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান। 

ধর্ম উপদেষ্টা বলেন, "ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি তার বিচারের জন্য আইন, আদালত, পুলিশ, র্যাব ও সেনাবাহিনী আছে। কেউ যেন আমরা আইন হাতে তুলে না নিই। কেননা, আইনের কাজ নিজেরা করলে  সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। আমরা যতদিন দায়িত্বে আছি ধর্ম নিয়ে কোনো বেয়াদবি মেনে নেওয়া হবেনা।" 

খালিদ হোসেন আরও বলেন, "বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদা তুলে ধরছেন আমাদের হাফেজরা। যেসব হাফেজ অর্জন বয়ে এনেছেন রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান না দেওয়া হবে।"

এর আগে শুক্রবার সকাল ৮টায় শুরু হয় সম্মেলন। বাংলাদেশে পবিত্র কুরআনের তিলাওয়াত চর্চাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত করতেই প্রতিবছর এ আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশ। আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র সহযোগিতায় এতে  পৃষ্ঠপোষকতায় ছিল পি.এইচ.পি ফ্যামিলি।   

সম্মেলনে ক্বারীদের মধ্যে ছিলেন, মিসরের ক্বারি শাইখ আহমদ আল জাওহারি, পাকিস্তানের ক্বারি আনোয়ারুল হাসান শাহ বুখারী, ইরানের ক্বারি মাহদী গুলাম নেজাদ, ফিলিপাইনের ক্বারী মুহাম্মদ নাজির আজগর।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের