
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে।
আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি-
মেষ রাশি: মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক ক্ষেত্রে আজ উন্নতির যোগ রয়েছে। ব্যক্তিগত সমস্যা আজ প্রকাশ্যে না আনাই ভালো। প্রেম জীবনে বিরোধ আসতে পারে। পরিবারের কোনও সদস্যের সঙ্গে সময় কাটাতে গিয়ে সময়ের অপচয় হওয়ার সম্ভাবনা। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে।
বৃষ রাশি: স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। পরিবারের কোনও সদস্যের আচরণে আজ বিরক্ত হতে পারেন। প্রিয়জনের সঙ্গে বিতর্কমূলক আলোচনা এড়িয়ে চলাই ভালো। ভবিষ্যতের বিষয়ে আজ পরিকল্পনা করতে পারেন। সন্ধ্যায় কোনও আত্মীয়ের বাড়িতে যেতে পারেন।
মিথুন রাশি: কোনও সহায়তা ছাড়াই আজ অর্থ উপার্জনে সক্ষম হবেন। নিজের কথাবার্তার বিষয়ে যত্নশীল হন। ফাঁকা সময়ে নিজের কাজ সম্পূর্ণ করুন। বিবাহিত জীবনে আজ আনন্দ আসতে পারে।
কর্কট রাশি: ধ্যান এবং যোগ আপনার পক্ষে লাভজনক হবে। ব্যবসায়ে লাভের সম্ভাবনা, পারিবারিক দিকও ভালো থাকবে। বৈবাহিক জীবনে বড় চমক পেতে পারেন আজ। মোটের উপরে আজ দিনটি ধীর ভাবে কাটতে চলেছে।
সিংহ রাশি: ব্যস্ত থাকলেও আজ শরীর সুস্থ থাকবে। জমিজমার ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হবে। দীর্ঘদিন ব্যাস্ততার মধ্যে কাটালে আজ নিজের জন্য যথেষ্ট অবসর সময় পেতে পারেন। পরিবারের জন্য প্রথমে কঠিন সময় হলেও পরে সবকিছু ঠিক হয়ে যাবে। কোনও মন্দিরে যাওয়া, অভাবীদের দান করা আজকের জন্য শুভ হবে।
কন্যা রাশি: অর্থ ব্যয়ের আগে ভাবনাচিন্তা করা উচিত। কোনও বন্ধুর সমস্যার জেরে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। অন্যদের সাহায্যের জন্য নিজের সময় এবং উদ্যম ব্যয় করুন। বৈবাহিক জীবনে দিনটি ভালো কাটবে।
তুলা রাশি: নতুন চুক্তি লাভজনক মনে হলেও বিশেষ লাভ হবে না। বিনিয়োগের সময় কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না। প্রেমে সমস্যার সমাধানের জন্য সাহসী হন। বৈবাহিক জীবনে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কোনও ধর্মীয় স্থানে আজ সময় দিলে মনে শান্তি আসবে।
বৃশ্চিক রাশি: এখন থেকেই আর্থিক পরিকল্পনা শুরু করুন এবং সঞ্চয় করা শুরু করুন। জীবনসঙ্গী মনোক্ষুন্ন হতে পারেন আজ। জীবনে অশান্তি চললেও নিজের জন্য ভালো সময় কাটাতে পারবেন। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটান আজ। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
ধনু রাশি: স্বাস্হ্য ভালো থাকবে। অচেনা ব্যক্তির পরামর্শে অর্থ বিনিয়োগ করলেও আজ আর্থিক লাভ পাবেন। তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপের জেরে আপনার প্রি়য়জনের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। স্ত্রীর অভদ্র আচরণের মূল্য দিতে হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে একঘেয়েমি কাটিয়ে উঠবেন।
মকর রাশি: আজ কোনও দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আত্মীয়দের ঋণ দেওয়া থেকে এড়িয়ে চলুন। প্রেম জীবন আজ ভালো কাটবে। মানুষের থেকে দূরে সরে গিয়ে খালি সময়ের আনন্দ উপভোগ করতে পারেন। এতে জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। বিবাহিত জীবনের জন্য দিনটি দারুন হতে চলেছে। সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হতে পারে।
কুম্ভ রাশি: ঋণ নেওয়ার জন্য আজকের দিনটি শুভ হতে চলেছে। পরিচিত কেউ আর্থিক বিষয়ে প্রতিক্রিয়া দিতে পারে। এতে অস্বস্তিতে পড়বেন। আজ প্রকৃত ভালোবাসার অভাব বোধ করতে পারেন। নিজের জন্য আজ সময় বের করা দরকার। আপনার স্ত্রী আপনার জন্য আজ ব্যস্ত হয়ে পড়তে পারেন।
মীন রাশি: ইতিবাচক মনোভাবের সঙ্গে রোগের সঙ্গে লড়াই করুন। অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকবে। আজ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ পেয়ে যাবেন। ঘরের কাজে নিজেকে ব্যস্ত রাখুন। প্রেমের ক্ষেত্রে দিনটি জটিল হতে পারে। সৃজনশীল ক্ষেত্রে মনোযোগ দিন আজ।
রেডিওটুডে নিউজ/আনাম