বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

বুধবার,

১৩ আগস্ট ২০২৫,

২৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

আজকের রাশিফল ১৩ অগাস্ট, অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে যাদের!

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০১:১৯, ১৩ আগস্ট ২০২৫

Google News
আজকের রাশিফল ১৩ অগাস্ট, অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে যাদের!

জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে।

আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি-

মেষ রাশি: ভাগ্যের উপরে স্বাস্থ্যের বিষয়টি ছেড়ে না দিয়ে নিজে উদ্যোগ নিন। ওজন নিয়ন্ত্রণে আনতে শুরু করুন শরীরচর্চা। আপনার ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বাবা মায়ের থেকে পরামর্শ নেওয়ার জন্য এটি সবথেকে ভালো সময়। মনের মানুষকে খুঁজে পাওয়ায় একাকীত্ব ঘুচবে। ভিন দেশে ব্যবসায়িক যোগাযোগ বাড়াবার জন্য এটি উৎকৃষ্ট সময়।

বৃষ রাশি: মায়ের তরফে আজ আর্থিক সুবিধা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটি উপযুক্ত নয়। আজ জীবনসঙ্গীকে মনের কথা বলার থেকে বিরত থাকাই ভালো। কোনও বন্ধুর সঙ্গে আজ সময় কাটাতে পারেন। তবে মদ্যপান থেকে আজ দূরে থাকাই ভালো।

মিথুন রাশি: বিপদের সময় ধৈর্য্য ধরে মাথা ঠাণ্ডা রাখুন। কোনও ধর্মীয় স্থানে আর্থিক বিনিয়োগ করতে পারেন। বিশ্বাসযোগ্য ব্যক্তিদের থেকে মানসিক ভাবে আহত হতে পারেন। কার্যক্ষমতা বাড়াতে নতুন পন্থা অবলম্বন করুন। মানসিক শান্তি পেতে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন। অবিবাহিতদের জন্য সুখবর আসতে পারে আজ।

কর্কট রাশি: অপ্রত্যাশিত ভ্রমণ শরীরে ক্লান্তি এনে দিতে পারে। আর্থিক লাভ সুনিশ্চিত করতে নিরাপদ জায়গায় বিনিয়োগ করুন। কর্মক্ষেত্রে কোনও অপ্রত্যাশিত চমক পেতে পারেন আজ। তবে প্রেমিকাকে সময় দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হবেন।

সিংহ রাশি: নিজের স্বাস্থ্য ঠিক রাখতে খাবারের দিকে নজর রাখুন। কোনও নতুন পরিস্থিতি আর্থিক লাভ এনে দিতে পারে। পারিবারিক অনুষ্ঠানের জন্য দিনটি খুবই শুভ। নতুন কোনও আর্থিক পরিকল্পনা থাকলে আজ যা বাস্তবায়িত করতে পারেন। আজ নিজের জন্য প্রচুর খালি সময় পাবেন।

কন্যা রাশি: শুধু চিন্তা করবেন না। সাফল্য পেতে চেষ্টাও করুন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে বুঝেশুনে অর্থব্যয় করুন। বাড়িতে কোনও অনুষ্ঠান হলে তাতে সক্রিয় ভূমিকা গ্রহণ করুন। মনোবলের জন্য আজ উপার্জন ক্ষমতা বাড়বে। কর্মক্ষেত্রে কোনও কাজ আটকে থাকায় সন্ধ্যার মূল্যবান সময় নষ্ট হতে পারে।

তুলা রাশি: কাজের চাপের ফলে আজ বিরক্তি আসতে পারে। স্ত্রীর সঙ্গে আজ আর্থিক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে জীবনসঙ্গীর সঙ্গে পুরনো কিছু বিষয় নিয়ে বিতর্ক হতে পারে। কর্মক্ষেত্রে আজ সকলের সমর্থন পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলেও অসুস্থতার কারণে তা বাতিল হতে পারে।

বৃশ্চিক রাশি: স্বাস্থ্য খারাপ যাবে, তাই খাওয়াদাওয়ার বিষয়ে সচেতন হন। কোনও আর্থিক বিনিয়োগের আগে ভালো করে সবকিছু খতিয়ে দেখে নিন। পরিবারের মানুষদের সাহায্য করুন। পরিবারের সদস্যদের অভিযোগ করার কোনও সুযোগ দেবেন না। কর্মক্ষেত্রে ঊর্দ্ধতনদের প্রশংসা পেতে পারেন আজ। গ্রহগুলি আপনার সহায়ক হবে।

ধনু রাশি: ভয়কে জয় করতে ইতিবাচক চিন্তা আনুন। আজ অর্থ নিরাপদে রাখতে হবে। যারা বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা আজ প্রত্যাশিত ফল পাবেন। নিজের জন্য আজ ফাঁকা সময় বিশেষ পাবেন না। এই রাশির জাতকরা আজ মেধার পূর্ণ ব্যবহার করতে পারবেন। কোনও আত্মীয় বৈবাহিক অশান্তির কারণ হতে পারে।

মকর রাশি: কারোর জন্য নিজের মেজাজ খারাপ করবেন না। এতে শরীরে হানি হতে পারে। কোনও ব্যক্তি বিশ্বাসে আঘাত করতে পারে। মনের মানুষ তোষামোদ করে চলতে পারে, সতর্ক হন। আজ ব্যস্ততার মধ্যে দিন কাটবে। ফাঁকা সময় পেলে কোনও সমস্যার সমাধান করতে পারেন।

কুম্ভ রাশি: মেধা এবং ইতিবাচক চিন্তার মাধ্যমে আজ অসাধ্য সাধন করতে পারেন। ঋণ দেওয়া কোনও টাকা আজ ফেরত পাবেন। সহকর্মীরা আপনার পরিকল্পনায় বিশ্বাসী হবে। জিনিসপত্র যত্নে রাখুন, নয়তো ক্ষয়ক্ষতি মুখে পড়তে হতে পারে। আজ অন্তর থেকে সুখী অনুভব করুন।

মীন রাশি: আজ অর্থ উপার্জনের প্রচুর সুযোগ আসবে। ব্যস্ত দিন হলেও স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ির চারপাশ অবিলম্বে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে পারেন। অপ্রয়োজনীয় কাজে অহেতুক সময় ব্যয় হতে পারে। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবনেও রাশ আপনার হাতে থাকবে আজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের