
জ্যোতিষ শাস্ত্রের অন্যতম এক অঙ্গ হল রাশিফল। প্রতিটি রাশির মানুষের ক্ষেত্রে গোটা দিনটা জুড়ে কী অপেক্ষা করে রয়েছে তার আভাস দিতে পারে রাশিফল। তাই অনেকেই দিনের শুরুতেই চোখ রাখেন রাশিফলের দিকে। বড় কোনও সুখবর, সম্ভাবনা বা আসন্ন বিপদ থেকেও সচেতন হওয়া যায় রাশিফল জানা থাকলে। তাই আজকের রাশিফলের দিকে চোখ বুলিয়েই শুরু করুন আজকের দিনটি।
মেষ রাশি: চোখে যদি ছানি পড়ে থাকে তবে দূষিত বাতাস, সূর্যালোকের সংস্পর্শ আজ এড়িয়ে চলুন। আজ বেশ কিছু উৎস থেকে অর্থ লাভ হতে পারে। তবে সঙ্গীর সঙ্গে আজ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। পড়ুয়াদের মনে প্রেম ভাব জাগায় সময় নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল পাবেন আজ।
বৃষ রাশি: শারীরিক অসুস্থতার কারণে পরিবারে অসুখের কারণ হতে পারে। বন্ধুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে জীবনে আসবে প্রেম। নিজের মনোবল দিয়ে উপার্জন ক্ষমতা বাড়াতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ কাজে সময় দিন। অন্যত্র সময় অপচয় করলে পরে আক্ষেপ হতে পারে।
মিথুন রাশি: ভদ্র ব্যবহারের জন্য আজ সর্বত্র প্রশংসা পাবেন। আর্থিক দিকে প্রভূত উন্নতি রয়েছে। সঙ্গীর সমর্থন আপনার সঙ্গেই থাকবে আজ। আবেগজনিত কারণে জীবনে সমস্যা ডেকে আনতে পারেন আজ। কর্মক্ষেত্রে দিনটি খুবই লাভজনক। ঊর্দ্ধতন ব্যক্তি আপনার কাজে সন্তুষ্ট হতে পারেন। ।
কর্কট রাশি: মনোক্ষুন্ন না হয়ে প্রতিকূলতার সঙ্গে বোঝাপড়া করুন। খারাপ সময় আত্মীয়রা সাহায্য করবে। সঙ্গীর জন্য দীর্ঘদিনের জমিয়ে রাখা অর্থ আজ কাজে আসতে পারে। এই রাশির জাতকদের জন্য প্রেম জীবন আজ দারুণ কাটবে।দীর্ঘদিন ব্যস্ততার মধ্যে কাটার পর আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আজ আপনার জীবনসঙ্গী এক বড় চমক দিতে পারেন।
সিংহ রাশি: কষ্ট করে অর্জন করা অর্থ কোথায় বিনিয়োগ করছেন সেদিকে নজর দেওয়া জরুরি আজ। বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিন। বন্ধুদের সঙ্গে আজ কোনও পরিকল্পনা করতে পারেন। তবে সঙ্গীকে যথেষ্ট সময় দিতে ভুলবেন না। অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিলে তা ভালো কাজে আসবে। প্রয়োজনীয় কাজ আজ কোনও কারণে হাতছাড়া হতে পারে। আত্মীয়ের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও দিনশেষে তা মিটে যাবে।
কন্যা রাশি: স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতি দুটোই আজৎ ভালো থাকবে। ঋণ থেকে মুক্তি পাবেন আজ। অনেক দিনের জমে থাকা কাজ করার জন্য আজকের দিনটি শ্রেয়। জীবনসঙ্গী আজ আপনার মনোবল বাড়িয়ে তুলবে। নতুন অংশীদারিত্বের ক্ষেত্রেও দিনটি অনুকূল।
তুলা রাশি: চিন্তাশক্তি দুর্বল হতে পারে। ইচ্ছাশক্তির জেরে প্রতিকূলতাকে দূরে ঠেলুন। নতুন কোনও আর্থিক লক্ষ্য পেতে পারেন আজ। মনের মানুষের চরিত্র নিয়ে মনে বৃথা সন্দেহ রাখবেন না। আজ প্রতিটি পদক্ষেপ সতর্কতা অবলম্বন করে ফেলুন। সন্ধ্যায় কোনও জায়গা থেকে সুখবর পেতে পারেন।
বৃশ্চিক রাশি: দয়ালু স্বভাবের জেরে আজ কোনও আনন্দের মুহূর্ত আসতে পারে। পরিবারের সদস্যদের জন্য প্রচুর অর্থ খরচ করতে পারেন। তবে কোনও তৃতীয় ব্যক্তির জেরে প্রিয় মানুষের সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে আজ। নতুন চাকরির জন্য পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনটি খুব ভালো। দূরের যাত্রা আজ তেমন সুখকর হবে না। কোনও আত্মীয় আপনার বৈবাহিক জীবনে অশান্তির কারণ হতে পারে।
ধনু রাশি: আজ নিজের মধ্যে কম শক্তি অনুভব করতে পারেন। বেশি কাজে না জড়িয়ে বিশ্রাম নিন। অপ্রত্যাশিত অর্থের আগমনে আর্থিক সমস্যা দূর হবে। নতুন প্রেম জীবনে উদ্দীপনা নিয়ে আসবে আজ। সহকর্মী, সহকারীদের নিয়ে কোনও সমস্যা উড়িয়ে দেবেন না। ধূমপান, মদ্যপান থেকে আজ দূরে থাকাই ভালো।
মকর রাশি: অতীতের কিছু ভুল সিদ্ধান্ত আজ মানসিক অশান্তির কারণ হতে পারে। আর্থিক দিকে আজ ক্ষতির সম্ভাবনা রয়েছে। টাকা ঝুলে থাকবে, অসতর্কতায় অতিরিক্ত খরচ হতে পারে। পূর্বপুরুষের সম্পত্তির অধিকার পেতে পারেন আজ। তবে কেউ আপনার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করলে সাফল্য আপনার করায়ত্ত হবেই।
কুম্ভ রাশি: বিবাহিত হলে সন্তানদের পেছনে প্রচুর অর্থ খরচ হবে। অন্যদের অসন্তোষের কারণ না হওয়ার চেষ্টা করুন আজ। আজ নিজের মনের মানুষকে খুঁজে পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন সমস্যা দেখা দিতে পারে। আজ সবার থেকে দূরে গিয়ে নিজের জন্য কিছু সময় বের করতে পারেন।
মীন রাশি: ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করলে বড় লোকসানের আশঙ্কা রয়েছে আজ। স্বাস্থ্য ভালো থাকবে। এমন মানুষদের সাহচর্য লাভ করুন যারা সৃষ্টিশীল এবং যাদের সঙ্গে মতামত মেলে। ইভটিজিংকে কোনও ভাবেই মেনে নেবেন না আজ। জীবনসঙ্গীর জন্য মনোক্ষুন্ন হতে পারেন।
রেডিওটুডে নিউজ/আনাম