
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সম্পর্কে গ্রুপ অফ সেভেন (জি৭)-এর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ব্রিটেনে অবস্থিত চীনা দূতাবাস। শনিবার এক বিবৃতিতে দূতাবাসের মুখপাত্র জি৭ এর মন্তব্যকে ‘ভুল’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।
চীনা দূতাবাসের ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাজ্যসহ কয়েকটি ছোট দেশের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হংকং পুলিশের আইন প্রয়োগকারী পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয় এবং হংকং এর আইনের শাসনের ওপর চরম হস্তক্ষেপ। আমরা এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাই।’
এর আগে গত ২৫ জুলাই হংকং পুলিশ বাহিনী ১৯ জন পলাতক চীন-বিরোধী বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বিষয়টি নিয়ে শুক্রবার জি৭ মন্তব্য করে।
মুখপাত্র আরও বলেন, ‘আমরা চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের স্থানীয় সরকারের আইন অনুসারে দায়িত্ব পালনকে দৃঢ়ভাবে সমর্থন করি এবং হংকং পুলিশের আইন অনুয়ায়ী প্রতিটি পদক্ষেপ গ্রহণকে দৃঢ়ভাবে সমর্থন করি।
রেডিওটুডে নিউজ/আনাম