শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

শনিবার,

১৬ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

Radio Today News

কানসু প্রদেশে নিখোঁজদের খুঁজে বের করার আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৮, ১৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:২৯, ১৫ আগস্ট ২০২৫

Google News
কানসু প্রদেশে নিখোঁজদের খুঁজে বের করার আহ্বান চীনের উপ-প্রধানমন্ত্রীর

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কানসু প্রদেশের ইউচোং কাউন্টিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন চীনের উপ-প্রধানমন্ত্রী চাং কুয়োছিং। চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটবুরোর সদস্য চাং কুয়োছিং শুক্রবার সন্ধ্যায় এই কাউন্টি পরিদর্শন করে এই নির্দেশ দেন।

ইউচোং কাউন্টি ও পার্শ্ববর্তী এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৫ জন নিহত হয়েছেন এবং এখনও নিখোঁজ আছেন কমপক্ষে ২৮ জন। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই তথ্য জানিয়েছে প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ ও খরার ত্রাণ সদর দপ্তর।   
তিনি সরেজমিনে পরিদর্শন করেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত মালিয়ানথান ও চিউচুয়াংকো গ্রাম, একটি স্থানীয় হাসপাতাল এবং একাধিক অস্থায়ী আশ্রয়কেন্দ্র। 

চাং কুয়োছিং এক জরুরি বৈঠকে বলেন, ‘নিখোঁজদের উদ্ধার এখন সর্বোচ্চ অগ্রাধিকার। যত দ্রুত সম্ভব উদ্ধার তৎপরতা চালাতে হবে এবং পাশাপাশি সম্ভাব্য দ্বিতীয় ধাপের দুর্যোগ এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে’। 

তিনি আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের প্রতি সহানুভূতিশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও সরিয়ে নেওয়া বাসিন্দাদের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন। 

এ ছাড়া ইউচোং কাউন্টি থেকে শুক্রবার রাতে মোট ৯ হাজার ৮২৮ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের