রোববার,

১৭ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

১ ভাদ্র ১৪৩২

Radio Today News

পুতিনকে মেলানিয়ার ব্যক্তিগত চিঠি পৌঁছে দিলেন ট্রাম্প, কী আছে এতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১১, ১৬ আগস্ট ২০২৫

Google News
পুতিনকে মেলানিয়ার ব্যক্তিগত চিঠি পৌঁছে দিলেন ট্রাম্প, কী আছে এতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি দিয়েছেন। ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে লেখা এই চিঠি শুক্রবার আলাস্কার আঙ্কোরেজে এক শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনকে দেন।

হোয়াইট হাউসের দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, স্লোভেনিয়া জন্মগ্রহণকারী মেলানিয়া ট্রাম্প স্বামীর সঙ্গে এ সফরে না গেলেও নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান। কর্মকর্তারা চিঠির বিস্তারিত না জানালেও জানান, এতে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের প্রসঙ্গ এসেছে।

ইউক্রেন অভিযোগ করেছে, রুশ বাহিনী হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে অপহরণ করেছে এবং তাদের পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই রাশিয়া বা দখল করা এলাকায় নিয়ে গেছে। কিয়েভের মতে, এটা এমন এক যুদ্ধাপরাধ, যা জাতিসংঘ সনদে উল্লিখিত জাতি হত্যা বা জেনোসাইডের সংজ্ঞার মধ্যে পড়ে।

রাশিয়ার দাবি, তারা শুধু যুদ্ধক্ষেত্র থেকে অসহায় শিশুদের রক্ষা করছে। জাতিসংঘ বলছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়া পুরোদমে হামলা শুরু করার পর লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে। তাদের অধিকারের লঙ্ঘন হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের