
সিন্ধু নদের জলের অধিকার শুধু ভারতের কৃষকদের। শুক্রবার (১৫ আগস্ট) ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত। তার মধ্যে অন্যতম সিন্ধু জলচুক্তি স্থগিত করা। মোদি শুক্রবার ফের এ বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করে দেন। সিন্ধু জলচুক্তিকে সম্পূর্ণ ‘একপেশে’ এবং ‘অন্যায্য’ বলে ব্যাখ্যা করেন তিনি। তিনি বলেন, “ভারতের নদীর জল আমাদের শত্রুদেশের চাষের খেতে যাচ্ছে, অথচ আমাদের দেশ, দেশের কৃষকেরা জল পাচ্ছেন না। এই চুক্তি গত সাত দশক ধরে দেশের কৃষকদের অকল্পনীয় ক্ষতি করেছে। এখন থেকে এই জলের ওপর অধিকার থাকবে শুধুমাত্র ভারতের কৃষকদের।”
১৯৬০ সালে বিশ্বব্যাঙ্কের হস্তক্ষেপে সিন্ধু চুক্তি করেছিল ভারত এবং পাকিস্তান। সেই চুক্তি অনুযায়ী, বিপাশা, শতদ্রু, ইরাবতীর জলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। অন্য দিকে, সিন্ধু, বিতস্তা, চন্দ্রভাগার জল ব্যবহার করতে পারবে পাকিস্তান। জলের নিরিখে সিন্ধু ও তার শাখা এবং উপনদীর ৩০ শতাংশ জল ব্যবহার করতে পারবে ভারত। ৭০ শতাংশ পাবে পাকিস্তান। কিন্তু পহেলগাঁওকাণ্ডে ২৬ জন নিরস্ত্র সাধারণ মানুষকে জঙ্গিরা হত্যা করার পরে ওই চুক্তি স্থগিত রাখে ভারত।
রেডিওটুডে নিউজ/আনাম