শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

‘বিশেষ উদ্দেশে’ তড়িঘড়ি ডাকসু নির্বাচনের তফসিল, অভিযোগ ছাত্রদলের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৫, ১৫ আগস্ট ২০২৫

Google News
‘বিশেষ উদ্দেশে’ তড়িঘড়ি ডাকসু নির্বাচনের তফসিল, অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটার তালিকায় অনেক ছাত্রলীগ নেতাকর্মীর নাম এসেছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। নেতারা বলেছেন, তাদের বিচারের মুখোমুখি হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে ‘বিশেষ উদ্দেশে’ তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।

ক্যাম্পাস ও হলে ছাত্ররাজনীতি কীভাবে চলবে তার রূপরেখা প্রণয়নের অংশ হিসেবে তারা ঢাবি ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন।  

ছাত্রদল সভাপতি জানান, গুপ্ত রাজনীতি বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। 

তার অভিযোগ, গুপ্ত রাজনীতিতে জড়িতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নানা সময়ে মব সৃষ্টি করছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিবির দখল করেছে বলেও অভিযোগ করেন তিনি। 

সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ছাত্র রাজনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট অবস্থান জানতে চেয়েছে ছাত্রদল। তার অভিযোগ, ছাত্রদলের হল কমিটিতে থাকা নারীদের নানাভাবে হেনস্তা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইটি ফেসবুক গ্রুপে ছাত্রদলকে নিয়ে নামে-বেনামে বিষেদগার করা হচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের