শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

একাত্তরের স্বাধীনতাবিরোধীরা ভোটাধিকার হরণ করতে চায়: ফারুক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১২, ১৫ আগস্ট ২০২৫

Google News
একাত্তরের স্বাধীনতাবিরোধীরা ভোটাধিকার হরণ করতে চায়: ফারুক

কেউ যদি ষড়যন্ত্র করে ভোটাধিকার হরণ করতে চায়, তাহলে এর দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, ‘আমার ভোটের জন্য, ভোটের অধিকারের জন্য আমি ১৬ বছর অপেক্ষা করেছি। এই ১৬ বছর আগের যারা একাত্তরের স্বাধীনতাবিরোধী ছিল, আবার তারা যদি ষড়যন্ত্র করে আমার এই ভোটাধিকার হরণ করতে চায়, দায়-দায়িত্ব আপনাদের ওপর যাবে।’   

আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কর্মজীবী দলের আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ফারুক বলেন, আমরা লড়াই করে যাবো। এই লড়াইয়ে আমরা জিতেছি, টিকে থেকেছি। সেই লড়াইয়ে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবেন। জনগণের ভোটে... যদি জনগণ চায়, যদি সাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন এ দেশে হয়, আল্লাহ ছাড়া কেউ রুখতে পারবে না ধানের শীষকে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যদি কোনো ষড়যন্ত্রে আপনারা লিপ্ত থাকেন, বিএনপি সাইফুল আলম নীরবের যুবদল লাগবে না, ছাত্রদল লাগবে না। দেশের মানুষ আপনাদের প্রতিরোধ করবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের