শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত দুই বাংলাদেশি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৩, ১৫ আগস্ট ২০২৫

Google News
মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত দুই বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর বাহরুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সেশনস কোর্টে ৩১ বছর বয়সী মো. মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ‘সাহিফুল্লা ইসলাম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়েছেন। দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে। 

অপর অভিযুক্ত ২৭ বছর বয়সী রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ—তিনি চলতি বছরের ১০ জুলাই বিকেল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে ব্যবহৃত হনোর এক্স৬এ মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রেখেছিলেন। দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় এই অভিযোগে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড, জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। খবর মালয় নিউজের।

মামলাটি বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে শুনানি হয়। আগামী ১২ সেপ্টেম্বর দোভাষী নিয়োগের জন্য মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের হয়ে মামুন আলীর মামলায় ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান উপস্থিত ছিলেন। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের