শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

১৫ আগস্ট ২০২৫,

৩১ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ধানমন্ডি-৩২ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে আটক ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:০২, ১৫ আগস্ট ২০২৫

Google News
ধানমন্ডি-৩২ থেকে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে আটক ৪

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর থেকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) রাতে গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করে উৎসুক জনতা। পরে তাদের পুলিশি হেফাজতে নেয়া হয়।

ডিএমপি রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে রাতে ধানমন্ডি–৩২ নম্বর এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জানান, ১৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীরা যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে জন্য অবস্থান নিয়েছেন তারা।

পুলিশ জানায়, নাশকতা এড়াতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে খুন হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের