রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

রোববার,

১৭ আগস্ট ২০২৫,

২ ভাদ্র ১৪৩২

Radio Today News

জিশানের ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৪, ১৬ আগস্ট ২০২৫

Google News
জিশানের ফিফটিতে বাংলাদেশের প্রথম জয়

 লড়াইয়ের সুফল পেলেন না কুশল মাল্লা। শেষ পর্যন্ত লড়েও যে নেপালকে জয় এনে দিতে পারেননি তিনি। বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ের কাছে ৩২ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এতে টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে প্রথম জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হার দিয়ে শুরু করা বাংলাদেশ আজ শুরুতে ব্যাট করে জিশান আলমের ফিফটিতে ১৮৬ রানের সংগ্রহ দাঁড় করায়। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নেপাল। এতে ১৫৪ রানে থামে তারা। 
নেপালের প্রথম পাঁচ ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করলেও তার মধ্যে কুশলই শুধু ফিফটি পেয়েছেন।

যিনি শেষ পর্যন্ত লড়ে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলে দলের পরাজয় কমিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান করেছেন আসিফ শেখ। আর বাকি তিন জন ১৫ রানের সীমানা পেরোতে পারেননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ ‍উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

এর আগে ডারউইনে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দারুণ শুরু পায়। উদ্বোধনী জুটিতে ৬২ রান তোলেন দুই ওপেনার নাঈম শেখ ও জিশান। নাঈম ব্যক্তিগত ২৫ রানে ফিরলেও ফিফটি করে দলকে বড় রানের ভিত এনে দেন জিশান। খেলেছেন ৫ ছক্কা ও ৪ রানে ৭৩ রানের ইনিংস। তবে শেষ দিকে ২০৮.৬৯ স্ট্রাইকরেটে ঝোড়ো ইনিংস খেলে চ্যালেঞ্জিং লক্ষ্যটা এনে দেন আফিফ হোসেন।

৯ চারে খেলেছেন ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন রিজান ধাকাল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের