বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

১৪ আগস্ট ২০২৫,

৩০ শ্রাবণ ১৪৩২

Radio Today News

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ে করছেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৪, ১৩ আগস্ট ২০২৫

Google News
দীর্ঘ ৯ বছরের সম্পর্ক, অবশেষে বিয়ে করছেন রোনালদো

দীর্ঘ ৯ বছরের সম্পর্ক এবার নতুন পর্বে পা রাখল। আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর তাতে রাজিও হয়েছেন জর্জিনা। বহুদিন ধরে একসঙ্গে থাকা এই যুগলের ঘর আগেই আলো করেছে দুই সন্তান, সঙ্গে রয়েছে রোনালদোর আগের তিন সন্তানও।

ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটেছে জর্জিনার ইনস্টাগ্রাম পোস্টে। আঙুলে হীরার আংটি পরা ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, আমি রাজি, এই জীবনে এবং আমার সব জীবনে।’ ছবিতে স্থান হিসেবে উল্লেখ ছিল সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো। জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটিটি ১০–১৫ ক্যারেট ওজনের এবং মূল্য অন্তত এক মিলিয়ন মার্কিন ডলার।

৪০ বছর বয়সী রোনালদো আগে থেকেই বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন, বিশেষ করে জর্জিনার নেটফ্লিক্স ডকুসিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-তে। সেখানে তিনি বলেছিলেন, ‘যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে।’ অবশেষে সেই মুহূর্ত এসেছে, আংটির ঝলকানিতে স্বপ্ন রূপ নিল বাস্তবে।

২০১৬ সালে মাদ্রিদের এক স্টোরে সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখানেই প্রথম রোনালদোর সঙ্গে তার পরিচয়, যা দ্রুত রূপ নেয় ভালোবাসায়। বর্তমানে তারা পাঁচ সন্তানের অভিভাবক। যমজ এভা মারিয়া ও মাতেও (২০১৭, সারোগেসি), আলানা (২০১৭), বেলা (২০২২) এবং রোনালদোর জ্যেষ্ঠ পুত্র রোনালদো জুনিয়র (২০১০)। তবে বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যায়।

বাগদান ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে একটি প্রশ্ন, কবে এবং কোথায় হবে বিয়ে? ঘনিষ্ঠ পরিসরে নাকি বিশ্বজোড়া আয়োজন? যাই হোক না কেন, রোনালদো-জর্জিনার গল্পের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, আর ভক্তরা অপেক্ষায় তাদের স্বপ্নের বিয়ের দিনটির জন্য।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের