শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলিকে সাময়িক নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:৪১, ৮ আগস্ট ২০২৫

Google News
পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলিকে সাময়িক নিষেধাজ্ঞা


পাকিস্তানি ক্রিকেটার হায়দার আলি সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। সম্প্রতি পাকিস্তান শাহীনসের হয়ে যুক্তরাজ্য সফরে গিয়ে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে ২৪ বছর বয়সী এই ব্যাটারের বিরুদ্ধে। অভিযোগের সূত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

ঘটনাটি তদন্ত করছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। যদিও পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম অভিযোগের ধরন স্পষ্ট করে জানায়নি, তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, শ্লীলতাহানির অভিযোগে হায়দারকে আটক না করলেও পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, তদন্ত চলাকালীন হায়দার আলিকে মাঠের বাইরে রাখা হবে এবং প্রয়োজনে বোর্ড তাকে আইনি সহায়তা দেবে।

গেল ৪ আগস্ট শেষ হওয়া সফরে পাকিস্তান শাহীন্সের হয়ে তিনটি ৫০ ওভারের ম্যাচ ও দু’টি তিন দিনের ম্যাচে খেলেছেন হায়দার। এর আগে বিপিএলে ফরচুন বরিশাল এবং চিটাগং কিংসের হয়ে খেলেছেন এই ক্রিকেটার।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের