শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২১, ৭ আগস্ট ২০২৫

Google News
ডিসেম্বরের প্রথমার্ধে সংসদ নির্বাচনের তফসিল: ইসি সানাউল্লাহ

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নবম কমিশন সভা শেষে তিনি সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।

মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। আজকের মিটিংয়ে সেটাই উপস্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে আমাদের বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে আপনারা ধরেই নিতে পারেন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

সঙ্গীদের সাথে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে: সালাহউদ্দিন আহমদসঙ্গীদের সাথে নিয়েই বিএনপি নির্বাচনে যাবে: সালাহউদ্দিন আহমদ
গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিবগ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া এই সরকারের প্রধান কাজ: প্রেস সচিব
চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার। 

তিনি আরও বলেন, সহজীকরণ করা হচ্ছে প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটের পদ্ধতি। পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট দেয়ার সুযোগ দেবে নির্বাচন কমিশন। তবে এটি হবে সিম্বল ব্যালটে। যদি কোনো কারণে শেষ মুহূর্তে কোনো আসনে প্রার্থিতা বাদ বা ফিরে পাওয়ার ঘটনা ঘটে তাহলে ওই আসনে পোস্টালে ভোট হবে না।

‘জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পেয়েছে বলে গুঞ্জন উঠেছে’‘জুলাই ঘোষণাপত্রে নির্দিষ্ট দলের চেতনা প্রকাশ পেয়েছে বলে গুঞ্জন উঠেছে’
জামায়াত শত বছর অপেক্ষা করেও ক্ষমতায় যেতে পারবে না: হাবিবুর রহমানজামায়াত শত বছর অপেক্ষা করেও ক্ষমতায় যেতে পারবে না: হাবিবুর রহমান
এদিকে ভোটে এআইয়ের অপব্যবহার ও ভোটের দিন ড্রোন বা কোয়াডকপ্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে বলেও জানান তিনি।  

আজকের কমিশন সভায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের