শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

‘জিয়াউর রহমান এই দেশে বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র চালু করেছেন’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪৮, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৫০, ৯ আগস্ট ২০২৫

Google News
‘জিয়াউর রহমান এই দেশে বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র চালু করেছেন’

আমাদের নেতা যে পথ দেখিয়ে গেছেন, সেই লিগ্যাসি কন্টিনিউ করতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৯ আগস্ট) বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাচনের আগে জাতীয় সম্মেলনে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, একজন কাউন্সিলর যেভাবে সরাসরি ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ড্যাবকে গঠন করবেন। ঠিক সেভাবেই জেলাগুলোতেও যারা প্রান্তিক কাউন্সিলর আছেন তাদেরও সরাসরি ভোটের মাধ্যমে সাংগঠনিক কমিটিগুলো গঠন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বাকশাল থেকে বহু দলীয় গণতন্ত্র চালু করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে সংসদীয় গণতন্ত্রের প্রক্রিয়াতে নিয়ে এসেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত এই চেয়ারম্যান বলেছেন, আমাদের দায়িত্ব হচ্ছে- আমাদের নেতারা যে পথ দেখিয়ে গেছেন, সেই লিগ্যাসি আমাদেরকে কন্টিনিউ করতে হবে। গণতন্ত্রের ভিতকে মজবুত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের সকল পর্যায়ে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত হতে হবে। এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায় আমাদেরকে চেষ্টা করতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের