শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

দেশজুড়ে জ্বরের প্রকোপ, ডেঙ্গুতে ঝরল আরো তিন প্রাণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৩৫, ৯ আগস্ট ২০২৫

Google News
দেশজুড়ে জ্বরের প্রকোপ, ডেঙ্গুতে ঝরল আরো তিন প্রাণ

দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও তিনজন, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৫ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো শনিবার (৯ আগস্ট) সকালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী ঢাকায়—বিশেষ করে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে একদিনেই ৯৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া ঢাকা বিভাগে ৪৯ জন (সিটি করপোরেশন বাদে), খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ৪১ এবং বরিশাল বিভাগে ৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪১০ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন।

এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট ৩ন লাখ ২১ হাজার ১৭৯ জন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের