
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় ‘পরিবর্তন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হচ্ছে। যদি আর কোনো অভিযোগ থাকে, তাহলে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
অপরদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে অন্তর্বর্তী সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম