
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল- সাম্প্রতিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং এর প্রেক্ষাপটে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনৈতিক কার্যক্রম জোরদার করা।
সভায় নেতারা বলেন- জুলাই সনদই বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে মূল পথনির্দেশক। এ জন্য তারা জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত করা এবং সেই ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দল ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, দেশের জনগণের ন্যায়সঙ্গত আন্দোলনকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
বৈঠকে জামায়াতে ইসলামীর নায়েবে আমীরবৃন্দ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রেডিওটুডে নিউজ/আনাম