
দক্ষিণ চীনের হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে শুরু হয়েছে ২৬ তম হাইনান দ্বীপ কার্নিভাল ২০২৫। শনিবার থেকে শুরু হওয়া মাসব্যাপী এই উৎসব চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।
"কুল আইল্যান্ড সামার" থিমকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসবের উদ্বোধনী রাতেই হাইনান দ্বীপে আনন্দ-উৎসবের আবহ তৈরি হয়। ঝলমলে আলোকসজ্জা, দ্বীপের স্বাদযুক্ত খাবার ও প্রাণবন্ত শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে পুরো শহর।
আয়োজকরা জানান, বর্ণিল এই উৎসবজুড়ে স্থানীয় সামুদ্রিক সংস্কৃতি, অবকাশকালীন খেলাধুলা, স্থানীয় রান্না এবং উপকূলীয় উৎসবের এক দুর্দান্ত সমন্বয় উপস্থাপিত হবে, যা স্থানীয় বাসিন্দা ও দেশ-বিদেশের পর্যটকদের জন্য নতুন রকমের ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করবে।
এ উৎসব হাইনানকে এক শীর্ষ গ্লোবাল ট্রপিক্যাল গন্তব্য হিসেবে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিচ্ছে।
রেডিওটুডে নিউজ/আনাম