শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০৯ আগস্ট ২০২৫,

২৫ শ্রাবণ ১৪৩২

Radio Today News

নবম বারের মতো চাঁদের নমুনা গবেষণার জন্য দেবে চীন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২০, ৯ আগস্ট ২০২৫

Google News
নবম বারের মতো চাঁদের নমুনা গবেষণার জন্য দেবে চীন

গবেষণার জন্য নবম বারের মতো চাঁদের নমুনা দেবে বলে ঘোষণা করেছে চীনের মহাকাশ গবেষণা সংস্থা। এর ফলে সফল গবেষকরা ছাং'ই-৫ এবং ছাং'ই-৬ মিশনের মাধ্যমে পৃথিবীতে আনা চন্দ্রের নমুনাগুলো গবেষণার জন্য ধার নিতে পারবেন।

চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের অধীনে থাকা লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড স্পেস ইঞ্জিনিয়ারিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২৫টি গবেষণা প্রতিষ্ঠানের ৩২টি দলকে ৩০ হাজার ৮৮১.৮ মিলিগ্রাম চন্দ্র নমুনা ধার দেওয়া হবে।

এই তালিকায় চীনের স্বনামধন্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস এবং চাইনিজ একাডেমি অফ জিওলজিক্যাল সায়েন্সেস-এর মতো শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠানগুলোও যুক্ত রয়েছে।

মানব ইতিহাসে প্রথমবারের মতো ছাং'ই-৬ মিশন চাঁদের দূরবর্তী দিক থেকে ১ হাজার ৯৩৫.৩ গ্রাম নমুনা সংগ্রহ করেছে। এর আগে, ছাং'ই-৫ মিশন প্রায় ১ হাজার ৭৩১ গ্রাম চন্দ্রের নমুনা পৃথিবীতে নিয়ে এসেছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের