
শাংহাইয়ে মাসব্যপী চলা সামার ইন্টারন্যাশনাল অ্যানিমেশন উৎসবে মানুষের ঢল নেমেছে। প্রথমবারের মতো এই আয়োজন শহরটিকে প্রাণবন্ত করে তুলেছে।
এতে উৎসবটি চীনসহ বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলের অ্যানিমেশনপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে। মূলত তিনটি বড় অ্যানিমেশন ও গেমিং এক্সপোর মাধ্যমে এই আয়োজনটিকে সাজানো হয়েছে।
চায়না ইন্টারন্যাশনাল কার্টুন অ্যান্ড গেম এক্সপোতে অংশ নেয় জাপান, মেক্সিকো, সিঙ্গাপুর এবং ফ্রান্সের ৪৮০টি প্রদর্শনী প্রতিষ্ঠান।
গত ৪ জুলাইয়ে শুরু হওয়া এই আয়োজন আগামী ১০ আগস্ট শেষ হবে।
রেডিওটুডে নিউজ/আনাম