
সম্প্রতি বায়ুচালিত মানবহীন সারফেস ভেহিকেল ব্যবহার করে দুইবার টাইফুনের কেন্দ্রে সফলভাবে প্রবেশ করেছে একদল চীনা গবেষক। প্রযুক্তিগত এই অগ্রগতি চরম আবহাওয়া পর্যবেক্ষণে এক নতুন অধ্যায়। এর ফলে ভবিষ্যতে ঝড়ের পূর্বাভাসকে আরও নিখুঁত করতে সাহায্য করবে।
চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের তৈরি "অ্যালবাট্রস" নামের ৪.৩ মিটার লম্বা একটি ড্রোন নৌকা ১৩ জুন টাইফুনের কেন্দ্রের ভেতর দিয়ে সফলভাবে চলাচল করে। এটি চীনের প্রথম স্বায়ত্তশাসিত জাহাজ, যা টাইফুনের ভেতরে ঢুকে আবহাওয়া এবং ঢেউয়ের এমন সব তথ্য সংগ্রহ করেছে, যা আগে কখনো জানা সম্ভব হয়নি।
এই সাফল্যের ফলে আবহাওয়াবিদরা ঝড়ের সময় সমুদ্র-বায়ুমণ্ডল ইন্টারফেসের অভূতপূর্ব পরিমাপ পেতে সক্ষম হয়েছেন, যা ঝড়ের আচরণ বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রেডিওটুডে নিউজ/আনাম