
১ আগস্ট হলো চীনের গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯২তম বার্ষিকী। এ উপলক্ষ্যে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং জাতীয় প্রতিরক্ষা ও সামরিক নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেন।
তিনি বলেন, একটি শক্তিশালী দেশের একটি শক্তিশালী সেনাবাহিনী থাকতে হবে এবং একটি শক্তিশালী সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারে। আমাদের সেনাবাহিনী জনগণের সেনাবাহিনি। আমি বিশ্বাস করি, আমাদের বীর সেনাদের সকল শত্রুকে পরাজিত করার আত্মবিশ্বাস ও ক্ষমতা রয়েছে।
বীর সেনাদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ সুরক্ষার আত্মবিশ্বাস ও ক্ষমতা আছে বলেও উল্লেখ করেন- সি।
রেডিওটুডে নিউজ/আনাম