
চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে থাকা শেনচৌ-২০ মিশনের তিন নভোচারী চলতি সপ্তাহে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও নতুন যন্ত্রপাতি স্থাপনসহ একাধিক কার্যক্রম সম্পন্ন করেছেন।
ছেন তং ও ছেন চোংরুই ওয়েনথিয়ান ল্যাব মডিউলে উচ্চ-দক্ষতার উদ্ভিদ চাষ প্রযুক্তি ইনস্টল করে নতুন চাষ শুরু করেছেন। অন্যদিকে ওয়াং চিয়ে থিয়ানহ্য কোর মডিউলে মানব কোষ বিষয়ক গবেষণা চালিয়েছেন।
এছাড়াও, নভোচারীরা রক্ত সংগ্রহ, হাড়ের বিপাক ও মহাকাশ মেডিসিন সংক্রান্ত গবেষণা চালাচ্ছেন। চীনের প্রথম বুদ্ধিমান মহাকাশ রোবট ‘শিয়াও হাং’-এর সঙ্গে সহযোগিতামূলক কাজের পরীক্ষাও হয়েছে।
সম্প্রতি পাঠানো থিয়ানচৌ-৯ কার্গো যান থেকে এসেছে ৬.৫ টন প্রয়োজনীয় সরঞ্জাম, যার মধ্যে রয়েছে মাংসপেশি প্রশিক্ষণ যন্ত্র, যা মহাকাশে শরীরের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করছে।
রেডিওটুডে নিউজ/আনাম