
পরিবহন বিমানে করে বিশ্ববিদ্যালয়ে গেল চীনা বিমানবাহিনীর নতুন ক্যাডেটরা। ২০২৫ সালে চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) বিমানবাহিনী তাদের নবীন পাইলট ক্যাডেটদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিতে ব্যবহার করে ওয়াই-২০ পরিবহন বিমান।
শুক্রবার ও শনিবার দেশের ছয়টি শহর থেকে শতাধিক নতুন ক্যাডেট পিএলএ এয়ার ফোর্স অ্যাভিয়েশন ইউনিভার্সিটি ছাংছুনে পৌঁছান।
এটি টানা চতুর্থ বছর যেখানে বিশালাকৃতির সামরিক পরিবহন বিমান ব্যবহার করে নতুন ভর্তি হওয়া ক্যাডেটদের বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবারের ফ্লাইটগুলো যাত্রা শুরু করে শেনইয়াং, শিচিয়াচুয়াং, চিনান, নানচিং, ছাংশা এবং ছেংদু শহর থেকে।
পিএলএ জানায়, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রায় ১ লাখ উচ্চমাধ্যমিক পাস তরুণ বিমানবাহিনীতে যোগদানের জন্য আবেদন করেছে, যা সামরিক পেশার প্রতি তরুণ প্রজন্মের আগ্রহের প্রমাণ।
রেডিওটুডে নিউজ/আনাম