বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীনের ১৫তম ন্যাশনাল গেমসের মশাল উন্মোচন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ৬ আগস্ট ২০২৫

Google News
চীনের ১৫তম ন্যাশনাল গেমসের মশাল উন্মোচন

চীনের ১৫তম ন্যাশনাল গেমস ও ১২তম প্যারালিম্পিক গেমসের আনুষ্ঠানিক মশাল ‘ব্লসম’ শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে উন্মোচন করা হয়েছে।

‘ব্লসম’ মশাল কুয়াংতোং, হংকং ও ম্যাকাও-এর লিংনান সাংস্কৃতিক ঐতিহ্য এবং ‘তিন অঞ্চল, এক পরিবার’ দর্শনের প্রতীক। মশালের নকশায় রয়েছে সংহতি, বিনিময় ও সম্মিলিত সমৃদ্ধির প্রতিচিত্র।

মশাল রিলের জন্য ড্রোন ও এআই-চালিত রোবট ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে আয়োজক কমিটি। 

অনুষ্ঠানে আরও উন্মোচন করা হয় বিজয় মঞ্চের সংগীত, পোডিয়ামের পোশাক ও প্যারালিম্পিক গেমসের পদক।

১২তম প্যারালিম্পিক গেমসের জন্য ‘ইউনাইটেড ওয়ার্মথ’ নামক পদকও প্রকাশ করা হয়েছে।

আগামী ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কুয়াংতোং, হংকং ও ম্যাকাও যৌথভাবে ১৫তম ন্যাশনাল গেমস আয়োজন করবে। এর দুই সপ্তাহ পর শুরু হবে ১২তম প্যারালিম্পিক গেমস ও ৯ম স্পেশাল অলিম্পিকস। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের