বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫,

২৩ শ্রাবণ ১৪৩২

Radio Today News

কুনমিংয়ে এসসিও কৃষিমন্ত্রীদের বৈঠক, খাদ্য নিরাপত্তা ও প্রযুক্তি সহযোগিতায় জোর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:০০, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ২৩:০২, ৬ আগস্ট ২০২৫

Google News
কুনমিংয়ে এসসিও কৃষিমন্ত্রীদের বৈঠক, খাদ্য নিরাপত্তা ও প্রযুক্তি সহযোগিতায় জোর

শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও’র সদস্য দেশগুলোর কৃষিমন্ত্রীরা খাদ্য নিরাপত্তা ও সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছেন। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়ুননান প্রদেশের রাজধানী কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় ১০ম এসসিও কৃষিমন্ত্রীদের বৈঠক। 

এতে সদস্য, পর্যবেক্ষক এবং সংলাপ অংশীদার দেশগুলোর কর্মকর্তারা ও গবেষকরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা কুনমিংয়ের আধুনিক ফুল উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন, যেখানে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ফুলের যত্ন, বাছাই ও পরিবহন কার্যক্রম চলে। 

চীনের কৃষিমন্ত্রী হান চুন জানান, এসসিও দেশগুলোর সঙ্গে চীনের কৃষিভিত্তিক বাণিজ্য ২০২৩ সালে ১৮.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০১০ সালের তুলনায় ৩.৮ গুণ বেশি।

তিনি জানান, শায়ানসি প্রদেশের ইয়াংলিংয়ে থাকা কৃষি হাইটেক জোন ব্যবহার করে ডিজিটাল কৃষি প্রশিক্ষণে গুরুত্ব দেবে চীন। এখন পর্যন্ত চীনা বিশেষজ্ঞরা ৫০ হাজারেরও বেশি পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছেন এবং বিদেশে ১৪টি কৃষি প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলেছেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের