
দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনানের হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ স্থান থেকে পৃথিবীর নিম্ন কক্ষপথে একটি স্যাটেলাইট গ্রুপ পাঠিয়েছে চীন।
বুধবার এ স্যাটেলাইট গ্রুপটি উৎক্ষেপণ করা হয়। এই উপগ্রহগুলো ইন্টারনেট সংযোগের একটি নেটওয়ার্ক তৈরি করবে।
একটি লং মার্চ-৮এ রকেট ব্যবহার করে দুপুর ৩টা ৪৯ মিনিটে উপগ্রহগুলো মহাকাশে পাঠানো হয় এবং সেগুলো সফলভাবে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে।
এই উৎক্ষেপণটি লং মার্চ সিরিজের ক্যারিয়ার রকেটের ৫৮৬তম মিশন।
রেডিওটুডে নিউজ/আনাম