
আন্তঃদেশীয় অপরাধ দমনে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন চীনের জননিরাপত্তা মন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং শিয়াওহোং। মঙ্গলবার বেইজিংয়ে তিনি আন্তর্জাতিক অপরাধ পুলিশ সংস্থা ইন্টারপোলের মহাসচিব ভালদেসি উরকুইজার সঙ্গে এক বৈঠকে এ আহ্বান জানান।
ওয়াং বলেন, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং ইন্টারপোলের ৯৪তম সাধারণ অধিবেশন সফল করতে চীন প্রস্তুত রয়েছে।
দুই পক্ষের মধ্যে আন্তঃদেশীয় অপরাধ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার দক্ষতা বৃদ্ধির মতো খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন ওয়াং। ইন্টারপোল 'এক চীন নীতির' প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং চীনের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করতে আগ্রহী বলে জানান উরকুইজা।
রেডিওটুডে নিউজ/আনাম