
এবারের ছেংতু ওয়ার্ল্ড গেমস ২০২৫-এ ৪৮৯ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাচ্ছে চীন। এরমধ্যে রয়েছে ৩২১ জন খেলোয়াড়।
এই দলটি ২৮টি খেলায় ১৫২টি ইভেন্টে অংশগ্রহণ করবে, যা ওয়ার্ল্ড গেমসের ইতিহাসে চীনের সর্ববৃহৎ অংশগ্রহণ হিসেবে চিহ্নিত।
পাশাপাশি এ বছর প্রথমবারের মতো এই প্রতিনিধিদলে প্যারা-অ্যাথলেটরাও অন্তর্ভুক্ত হয়েছেন।
রেডিওটুডে নিউজ/আনাম