
পূর্ব চীনের চিয়াংসি প্রদেশে সুনউয়ু পাম্প-স্টোরেজ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর নির্মাণ কাজ, যার মোট বিনিয়োগ প্রায় ৮ বিলিয়ন ইউয়ান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্মাণ কাজ শেষ হলে, বার্ষিক দেড় বিলিয়ন কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে এই প্রকল্প, যা প্রায় ৭ লাখ ৫০ হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটাতে যথেষ্ট হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পটি ২০৩১ সালের মধ্যে সম্পূর্ণরূপে কার্যকর হওয়ার কথা রয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম