শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

Radio Today News

মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে শিশুটি বলল, ‘আমার মাথার খুলিটা প্লাস্টিক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৯, ৩১ জুলাই ২০২৫

Google News
মির্জা ফখরুলকে জড়িয়ে ধরে শিশুটি বলল, ‘আমার মাথার খুলিটা প্লাস্টিক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবেগাপ্লুত হয়ে এক আহত শিশুর বর্ণনায় বলেছেন, গতকাল সাত বছরের একটি শিশু এসে হঠাৎ আমাকে জড়িয়ে ধরে বলল, ‘আমার মাথায় খুলিটা নেই, খুলিটা প্লাস্টিকের।’ প্লাস্টিক দিয়ে আর্টিফিসিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘এর চেয়ে বড় ত্যাগ আর কী হতে পারে? আমরা যদি সঠিকভাবে তাদের পাশে দাঁড়াতে না পারি তাহলে ওই শিশুদের সঙ্গে, আমাদের বোন ও মায়েদের সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি সাভারে আহত এক শিশুর করুণ বাস্তবতা তুলে ধরে কান্নাজড়িত কণ্ঠে নিজের বেদনার কথা জানান।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত এক বছরেও আহত ও শহিদদের তালিকা তৈরি করতে পারেনি সরকার। যারা এই দেশকে পরিবর্তনের জন্য জীবন দিয়েছেন, তাদের খোঁজ পর্যন্ত নেয়া হয়নি। পুনর্বাসনের কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি।’

একইসঙ্গে তিনি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠনের আহ্বান জানান। বলেন, ‘মৌলিক সমস্যাগুলোর সমাধান করে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে আমরা দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে সামনে এগুতে পারব।’

অনুষ্ঠানে গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নির্যাতনের শিকার হওয়ায় সাংবাদিক মতিউর রহমান চৌধুরী (মানবজমিন), মাহমুদুর রহমান (আমার দেশ), নুরুল কবির (নিউ এজ), শফিক রেহমান (যায়যায়দিন) ও আবুল আসাদ (সংগ্রাম)-কে সম্মাননা দেয়া হয়। তাদের মধ্যে উপস্থিত ছিলেন মতিউর রহমান ও মাহমুদুর রহমান। বাকিরা বিদেশে বা অসুস্থ থাকায় উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ। অনুষ্ঠান শুরুর আগে বিএনপি মহাসচিব প্রেস ক্লাব চত্বরে একটি নিমগাছের চারা রোপণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের