
বর্তমানে ঘরে ঘরে ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিচ্ছে। তবে লিভারের আরেকটি গুরুতর রোগ হলো হেপাটাইটিস, যার প্রধান তিন ধরন — হেপাটাইটিস এ, বি ও সি। এই ভাইরাসজনিত রোগগুলি লিভারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অবহেলা করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে প্রশ্ন হচ্ছে, ফ্যাটি লিভার থাকলে কি হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে? এবং একসঙ্গে দুটি সমস্যা থাকলে কি পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে? চলুন, জেনে নিই।
বিশেষজ্ঞদের মতে, ফ্যাটি লিভার আর হেপাটাইটিস আলাদা ধরনের রোগ। তবে দুটো একসঙ্গে থাকলে লিভারের ক্ষতি অনেক দ্রুত হয়। ফ্যাটি লিভার মূলত এক ধরনের মেটাবলিক সমস্যা, যেখানে লিভারে চর্বি জমা হয়। অন্যদিকে, হেপাটাইটিস হল লিভারের প্রদাহ বা ইনফ্লেমেশন, যা ভাইরাস সংক্রমণের কারণে হয়ে থাকে।
ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে মূলত এই ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়। কারণ, হেপাটাইটিস ভাইরাসের সংক্রমণ হলে এবং ফ্যাটি লিভার থাকলে একসঙ্গে লিভার খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, যা প্রাণঘাতী হতে পারে।
হেপাটাইটিস এ সাধারণত অ্যাকিউট বা স্বল্পমেয়াদি সমস্যা তৈরি করে। হেপাটাইটিস বি ও সি হলো ক্রনিক (দীর্ঘমেয়াদি) রূপ, যেগুলোর কারণে লিভার সিরোসিস বা এমনকি লিভার ক্যানসার পর্যন্ত হতে পারে।
এই দুই ধরনের হেপাটাইটিসে মৃত্যুহারও তুলনামূলকভাবে বেশি। তাই বিশ্বজুড়ে চিকিৎসকরা হেপাটাইটিস নিয়ন্ত্রণের ওপর জোর দিচ্ছেন। যথাসময়ে হেপাটাইটিস শনাক্ত ও চিকিৎসা করা গেলে লিভারের মারাত্মক জটিলতা অনেকটাই এড়ানো সম্ভব।
রেডিওটুডে নিউজ/আনাম