শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

পাটালি গ্রুপের চার শীর্ষ খুনিসহ গ্রেপ্তার ১৭

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:০০, ১ আগস্ট ২০২৫

Google News
পাটালি গ্রুপের চার শীর্ষ খুনিসহ গ্রেপ্তার ১৭

মোহাম্মদপুরে থানা পুলিশ, গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে সন্ত্রাসী গ্রুপ পাটালির শীর্ষ চার খুনিসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তাদের কাছ থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) মোহাম্মদপুর এলাকায় দিনভর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার ও মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে আল-আমীন হত্যার প্রধান আসামি মুন্না ওরফে পিচ্চি মুন্না (২১) রয়েছেন।

পরে শুক্রবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- আদনান (২২), সৈয়দ আরিফ মো: রুমী (৬০), শাহীন (৫০), আরিফ (২২), ইমন (২৪), নাজমুল (২২), শাহ আলম (৭৫), সুজন মোল্লা রাকিব (২৫), হাসান (২২), পাটালি গ্রুপের প্রধান আলমগীর ব্যাপারী ওরফে ফরমা আলমগীর (৩৭), ফরহাদ (২২), রফিকুল ইসলাম রফিক (২২), পান্না হাওলাদার (৩০), রাশেদ (৩০),
সাহাদ (২২), শিশির (২৪)

তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত দুই জন, মাদক সংক্রান্ত মামলায় চার জন, নারী ও শিশু নির্যাতন মামলায় দুই জন, ডাকাতির প্রস্তুতি মামলায় তিন জন, আল-আমীন হত্যা মামলায় একজন, পাটালি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টতায় চার জন, ডিএমপির মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে তাদের কাছ থেকে তিন বোতল ফেনসিডিল, এক কেজি ৫০ গ্রাম গাঁজা, ৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। পাশাপাশি সব আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের