শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

শুক্রবার,

০১ আগস্ট ২০২৫,

১৭ শ্রাবণ ১৪৩২

Radio Today News

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৯, ৩১ জুলাই ২০২৫

Google News
ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসির আদেশ

ফরিদপুরে অটোরিকশাচালক শওকত মোল্লা হত্যা মামলায় পাঁচজনের ফাসির রায় দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। আদালত অপর এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন। ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিডিটর অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রায়ের সময় আদালতে মৃত্যুদণ্ড পাওয়া এক আসামি বাদে সবাই উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলো—শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মোহাম্মদ শাহিন হাওলাদারের ছেলে মেহেদী আবু কাওসার (২৬), সিদ্দিক মোল্লার ছেলে জনি মোল্লা (৩১), মৃত নাজিম শেখের ছেলে মোহাম্মদ রাসেল শেখ (২৬) (পলাতক), শহরের গোয়ালচামট ওয়ারলেস পাড়ার অনিল দাসের ছেলে  রাজেশ রবি দাস (৩০), মৃত সালাম মোল্লার ছেলে রবিন মোল্লা ওরফে ভিকি (২৬)। এছাড়া রাজবাড়ী জেলার মজলিশপুর থানা এলাকার মুরাদ শেখের ছেলে বাদশা শেখ (২৬)।

নিহত অটোরিকশা চালক শওকত মোল্লা (২০) জেলার সালথা উপজেলার দেওয়ালীকান্দা গ্রামের আয়নাল মোল্লার ছেলে। শহরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসা সংলগ্ন বজলুর রহমানের বাড়ি ভাড়া থাকত।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ১৪ নভেম্বর অটোরিকশাচালক শওকত মোল্লা শহরের পশ্চিম খাবাসপুর শামসুল উলুম মাদ্রাসা সংলগ্ন বজলুর রহমানের ভাড়া বাসা থেকে বিকেলে জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বের হয়। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরের দিন সকালে শহরের গোয়ালচামোট মোল্যা বাড়ি সড়কের শেষ মাথায় বাইপাস সড়কের কাছে ধানক্ষেতের মধ্যে একটি লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে পরিবারের লোকজন ছুটে গিয়ে শওকতের লাশ শনাক্ত করে। শওকতের গলায় কাপড়ের বেল্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে অটোরিকশা ও মোবাইল নিয়ে যায় খুনিরা। এ ঘটনায় নিহতের বাবা আয়নাল মোল্লা কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

কোতয়ালি থানার উপপরিদর্শক খায়রুল বাসার ও শামীম আক্তার মামলাটি তদন্ত করে চালককে হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের শনাক্ত করে। পরে ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। 

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট চৌধুরী জাহিদ হাসান খোকন জানান, দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এই রায় দেন। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দ্রুত রায় কার্য করার দাবি স্বজনদের।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের