বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:০৭, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ০৮:২৩, ৩০ জুলাই ২০২৫

Google News
রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

রাশিয়ার পূর্ব উপকূলে আজ  বুধবার ভোরে (৩০ জুলাই) ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল।

কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় বলেন, "আজকের ভূমিকম্প ছিল ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।" তিনি আরও জানান, প্রাথমিক তথ্যানুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেছেন, ভূমিকম্পের পর সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণের ছোট ছোট শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থাও দেশটিতে সুনামি পরামর্শ জারি করেছে এবং জানিয়েছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ইউএসজিএস তখন জানিয়েছিল, ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। সূত্র: সিএনএন

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের