
ফ্রান্সের নেতৃত্বে বিশ্বের ১৫টি দেশ, যার মধ্যে ফিনল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া এবং বেশ কয়েকটি ইউরোপীয় দেশ রয়েছে, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।
আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ফ্রান্সের নেতৃত্বে এই দেশগুলো একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যেখানে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের মুক্তি এবং দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য নতুন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে গত সোমবার (২৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘ সদর দফতরে তিনদিনব্যাপী সম্মেলন শুরু হয়। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের নেতৃত্ব দেয়। তবে ইসরাইল ও তার প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্র সম্মেলন বয়কট করে।
২৯ জুলাই রাতে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতি প্রকাশ করে। তাতে ফ্রান্সের পাশাপাশি আরও ১৪টি দেশ স্বাক্ষর করেছে। দেশগুলো হলো- অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেন।
স্বাক্ষরকারী দেশগুলো জানিয়েছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে ইসরাইল ও ফিলিস্তিন নামে দুটি গণতান্ত্রিক রাষ্ট্রকে নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। বিবৃতিতে অবরুদ্ধ গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) অধীনে একীভূত করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।
বিবৃতিতে গত ১০ জুন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেয়া প্রতিশ্রুতিকে স্বাগত জানানো হয়েছে।
প্রসঙ্গত, ইসরাইল যুদ্ধবিরতি এবং অন্যান্য শর্তে সম্মত না হলে সেপ্টেম্বরে যুক্তরাজ্যও ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম