
জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, সনদ কীভাবে বাস্তবায়ন তা নির্ধারণে প্রয়োজনে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলোচনায় বসবে ঐকমত্য কমিশন।
বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২৩তম দিনের সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজকের আলোচ্য সূচি হলো- সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান সম্পর্কিত বিধান; উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ; রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকট্রোরাল কলেজ; রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব; তত্ত্বাবধায়ক সরকার; নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি।
আলী রীয়াজ বলেন, আমরা বিশ্বাস করি, যে সব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সেগুলো বাস্তবায়নের পথ তারা তৈরি করতে পারবেন। সেখানে জাতীয় ঐকমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে।
দ্বিতীয় ধাপের সংলাপ আজকেই শেষ করতে চাই জানিয়ে আলী রীয়াজ বলেন, আগেও আলোচনা হয়েছে, আজ সিদ্ধান্ত হবে। আলোচনায় অনেকগুলো বিষয় আছে, যেগুলো মূলত সিদ্ধান্তের বিষয়। বিশেষ করে যে দায়িত্বগুলো আপনারা আমাদের ওপর অর্পণ করেছেন, তার মধ্যে যেগুলোতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা আপনাদের অবহিত করবো। এছাড়া কিছু অনালোচিত বিষয় রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা ফ্লোর থেকে সিদ্ধান্ত নিতে চাই। আজকের মধ্য দিয়ে আলোচনার এই পর্বের নিষ্পত্তি করবো। প্রায় ১৩টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও নোট অব ডিসেন্টের সুযোগ ছিল এবং তা এখনও আছে। আজকের আলোচনায়ও কোনো ভিন্নমত থাকলে, তা রেজিস্টার করার সুযোগ থাকবে।
তিনি বলেন, সনদের টেক্সট নিয়ে ইতোমধ্যে আপনাদের পরিবর্তন, সংশোধন বিষয়ক মতামতগুলো আমরা পেয়েছি এবং তা প্রতিফলনের ভিত্তিতে চূড়ান্ত সনদ তৈরি করছি। সনদের দুটি দিক রয়েছে—একটি হচ্ছে পটভূমিসহ আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, এবং অপরটি হচ্ছে ভবিষ্যতে আবার আলোচনায় বসার প্রতিশ্রুতি।
রেডিওটুডে নিউজ/আনাম