
বাবার সঙ্গে হাওরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রাকিব আলী নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা নৌঘাট এলাকার নলুয়ার হাওরে এ ঘটনা ঘটে।
রাকিব (১৮) আলী বেতাউকা গ্রামের অনর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রাকিব তাঁর বাবার সঙ্গে নৌকা নিয়ে হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের স্পর্শে নৌকা থেকে পানিতে পড়ে যান রাকিব। পরে তাঁর বাবা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাঁর মরদেহ উদ্ধার করেন।
নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া বলেন, পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনের তারের স্পর্শে রাকিবের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। হাওরে পানি বাড়লে বিদ্যুতের তারে প্রায়ই এমন ঘটনা ঘটে। তবুও কর্তৃপক্ষের টনক নড়ে না।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
রেডিওটুডে নিউজ/আনাম