
দীর্ঘদিন ধরে চড়া দামে স্থির থাকা স্বর্ণের বাজারে অবশেষে নেমে এসেছে ঠাণ্ডা হাওয়া। দুবাইয়ের স্বর্ণপ্রেমীদের জন্য এসেছে স্বস্তির খবর। টানা কয়েক মাস ৩৭০ থেকে ৩৮০ দিরহামের মধ্যে দোদুল্যমান থাকার পর, জুলাইয়ের শেষপ্রান্তে এসে স্বর্ণের দাম হঠাৎই পড়তে শুরু করেছে। এই দরপতনের ফলে নতুন করে জেগে উঠেছে স্বর্ণ কেনার আগ্রহ, আবারও জমে উঠতে পারে দুবাইয়ের ঐতিহ্যবাহী গোল্ড মার্কেট। ব্যবসায়ীরা বলছেন, দাম যদি আরও একটু নামে, তবে বছরের সেরা কেনাকাটার মৌসুমটি এবার অনেক আগেই শুরু হয়ে যেতে পারে।
দুবাইয়ে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৩৬৫.২৫ দিরহাম, যা গত ৩০ দিনের মধ্যে সর্বনিম্ন। ২২ জুলাইয়ের সর্বোচ্চ ৩৮৩.২৫ দিরহামের তুলনায় দাম এখন ১৮ দিরহাম কম।বুধবার (৩০ জুলাই) সকালেও প্রতি গ্রাম স্বর্ণের দাম আরও ৫ দিরহাম কমে যাওয়ায় বাজারে আশাবাদ তৈরি হয়েছে, দাম আরও কমতে পারে এমন ইঙ্গিত মিলছে। এ অবস্থায় গয়না ব্যবসায়ীদের ধারণা, যদি স্বর্ণের দাম ৩৬০ দিরহামের নিচে নামে, তাহলে আগাম শপিং মৌসুম শুরু হয়ে যাবে। খবর গালফ নিউজের।
দুবাই গোল্ড সুকের এক খুচরা বিক্রেতা বলেন, ‘সাধারণত সেপ্টেম্বর থেকে স্বর্ণের কেনাবেচা বাড়ে। কিন্তু দাম আরও নামলে অনেকেই গয়না কেনার পরিকল্পনা এগিয়ে আনবেন। অনেকে ৩৭০-৩৮০ দিরহামের দামে অপেক্ষায় ছিলেন। এখন তারা বাজারে ফিরতে পারেন।’
তিনি আরও বলেন, ‘যদি দাম ৩৫০ দিরহামে নেমে আসে, তাহলে সেটা বড়সড় স্বর্ণের কেনাকাটার ঢেউ তৈরি করবে। তখন সত্যিকারের ‘গোল্ড রাশ’ দেখা যেতে পারে।’
উল্লেখ্য, সর্বশেষ ৩ এপ্রিল দুবাইয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রথমবারের মতো ৩৫০ দিরহামে নামে। এর আগের উল্লেখযোগ্য মাইলফলক ছিল ২০২৪ সালের ২৫ নভেম্বর, যখন দাম প্রথম ৩০০ দিরহাম অতিক্রম করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩০ ডলার কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৭ ডলারে। জুনের শেষের পর এটাই প্রথমবার দাম ৩ হাজার ৩০০ ডলারের নিচে নেমেছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি নিয়ে যদি আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে স্পষ্টতা আসে, তাহলে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে অন্য খাতে ঝুঁকতে পারেন। তাতে বিশ্ববাজারে স্বর্ণের চাহিদা আরও কমবে।
বিশ্ব বাজারে ডলারের কিছুটা শক্তিশালী অবস্থানও স্বর্ণের দাম কমার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে। তবে ভারত যদি ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর প্রভাবও স্বর্ণের বাজারে পড়তে পারে।
দেশের বাজারে টানা ২ দফায় বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।
রেডিওটুডে নিউজ/আনাম