বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫,

১৬ শ্রাবণ ১৪৩২

Radio Today News

রয়টার্সের প্রতিবেদন

চুক্তি না হলে ভারতের রপ্তানিতে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩১, ৩০ জুলাই ২০২৫

Google News
চুক্তি না হলে ভারতের রপ্তানিতে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হলে ভারতের ওপর ২৫% পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে।

আজ বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তি না হলে কি ভারতের ওপর বাড়তি শুল্ক বসানো হবে এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি বলেন, ‘মনে হয় তাই হবে।’

যুক্তরাষ্ট্র ১ আগস্টের মধ্যে ভারতসহ বেশ কয়েকটি দেশের জন্য বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার সময়সীমা নির্ধারণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে শুল্ক বৃদ্ধি করা হবে বলে সতর্ক করেছে মার্কিন প্রশাসন।

ভারত ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা গত কয়েক মাস ধরে চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে গেলেও, কখনো আশাবাদী আবার কখনো সতর্ক সুরে মন্তব্য করেছেন তারা।

ভারতের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমরা দেখব কী হয়। ভারত আমাদের ভালো বন্ধু, কিন্তু তারা প্রায় সব দেশের চেয়ে বেশি শুল্ক আরোপ করে থাকে।’

তিনি আরও বলেন, ‘কিন্তু এখন আমি দায়িত্বে আছি, আর এটা আর চলতে পারে না।’

সুনির্দিষ্টভাবে এখনও কোনো নতুন শুল্ক আরোপের চিঠি ভারতকে পাঠানো হয়নি, যদিও যুক্তরাষ্ট্র ১২টিরও বেশি বাণিজ্য অংশীদার দেশকে এ ধরনের চিঠি পাঠিয়েছে।

চলতি বছরের এপ্রিলেও ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৭% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন, তবে পরে তা স্থগিত রাখা হয়।

এই ঘোষণার পর থেকেই দুই দেশ চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে। একাধিকবার আশাব্যঞ্জক ও সংযত মন্তব্য শোনা গেছে আলোচনার অগ্রগতি নিয়ে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের