শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

শনিবার,

০২ আগস্ট ২০২৫,

১৮ শ্রাবণ ১৪৩২

Radio Today News

চীন ও হাঙ্গেরির মধ্যে সম্পর্ক জোরদারে চাও ল্যচির বুদাপেস্ট সফর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৫১, ১ আগস্ট ২০২৫

Google News
চীন ও হাঙ্গেরির মধ্যে সম্পর্ক জোরদারে চাও ল্যচির বুদাপেস্ট সফর

চীনের শীর্ষ আইনপ্রণেতা চাও ল্যচি সম্প্রতি হাঙ্গেরিতে শুভেচ্ছা সফর সম্পন্ন করেছেন। এই সফরে তিনি চীন ও হাঙ্গেরির মধ্যে পারস্পরিক আস্থা এবং উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।

ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও, হাঙ্গেরির প্রেসিডেন্ট তামাস সুলিওক এবং প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সাথে পৃথক বৈঠক করেছেন। সফরকালে তিনি বুদাপেস্টে হাঙ্গেরির জাতীয় পরিষদের স্পিকার লাসজলো কোভারের সাথেও আলোচনায় বসেন।

চাও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এবং হাঙ্গেরির "পূর্বাঞ্চলীয় উন্মুক্তকরণ" কৌশলের মধ্যে গভীর সমন্বয় সাধনের জন্য চীন হাঙ্গেরির সাথে কাজ করবে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের