
৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আল্লাহয় দিলে কোনো ধরনের কোনো শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন কোনো ধরনের কোনো শঙ্কা হবে না।’
শনিবার (২ আগস্ট) মোহাম্মদপুর থানা পরিদর্শনে এসে গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গুপ্ত কার্যক্রম নিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যেই বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনোরকম অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না। গুপ্ত পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, তদন্তের পর জানা যাবে।
এসময় গণমাধ্যমের প্রশংসা করে তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমের সুর কিন্তু আস্তে আস্তে নিচু হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন আর আগের মতো সরব হতে পারে না। যেহেতু আপনারা সত্য ঘটনা প্রচার করে যাচ্ছেন।
রেডিওটুডে নিউজ/আনাম